ফায়ার সার্ভিসের সদস্য নিহতের মামলায় ট্রাকচালক কারাগারে

ফায়ার সার্ভিসের সদস্য নিহতের মামলায় ট্রাকচালক কারাগারে

শাহবাগ থানার ওসি জানান, সড়ক পরিবহন আইনের মামলায় চালক ও চালকের সহকারীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, সচিবালয়ে আগুন লাগার সংবাদ পাওয়ার পর তেজগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ৩টা ১০ মিনিটের সময় ফায়ার সার্ভিসের পানির লাইন নিয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনের সড়ক পার হচ্ছিলেন সোহানুর। এ সময় ট্রাকচালক বেলাল বেপরোয়া গতিতে সোহানুরকে চাপা দিয়ে চলে যেতে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Explore More Districts