ফলজাতীয় পণ্যে অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার ও পাইকারি বিক্রেতারা। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মনিহার স্ট্যান্ডে দেশের অন্যতম বৃহৎ ফলমন্ডিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়।
যশোর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তরা বলেন, ‘গত ৯ জানুয়ারি ফল পণ্যের উপর অতিরিক্ত এসডি, টিটিআই ১৭ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি করে এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডলার সংকটসহ নানান বাধার কারণে আগে থেকেই ফলব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়ে আসছিলেন। এরমধ্যে ফল পণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে ফল ব্যবসায়ে ধস নামবে। অন্তর্বর্তীকালীন সরকার ও এনবিআর আগামী চার ফেব্রুয়ারির মধ্যে এই অতিরিক্ত শুল্ক এসডি, টিটিআই প্রত্যাহার না করলে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে যশোরের কোন আমদানিকারক ও ব্যবসাযীরা ফল আমদানি করবে না। একই সাথে ফল বিক্রয় বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তরা।
কর্মসূচিতে জেলার পাঁচ শতাধিক আমদানিকারক, আড়তদার ও পাইকারি বিক্রেতারা অংশ নেয়।