
কন্ঠ রিপোর্ট। ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার কমলাপুর তেতুলতলার মোড় থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তরুনের বিরুদ্ধে সম্প্রতি দুটি মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি এম এ জলিল। এদিকে, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন।