ফরিদপুরে সাফ গেমসের দুই ফুটবল তারকা জিকু-মোরসালিন সংবর্ধিত
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে সাফ ফুটবলের সেরা গোলরক্ষক বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকো ও বাংলাদেশ ফুটবলের নতুন আলোকবর্তিকা শেখ মোরসালিনকে। এছাড়া ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমনকে সম্মাননা জানানো হয়। এদিকে সংবর্ধনা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শনিবার বিকেল পাচ টায় অনুষ্ঠিত এ ম্যাচে ফরিদপুর জেলা দল বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী অংশ নেয়।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের এ আয়োজনকে উপলক্ষ্য করে মাঠে ঢল নামে দর্শকদের। ফরিদপুরের বিভিন্ন উপজেলাসহ আশেপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ খেলা উপভোগ করতে আসেন। গ্যালারিতে দর্শক সংকুলান না হওয়ায় হাজার হাজার দর্শক মাঠের মধ্যে অবস্থান করে খেলা উপভোগ করেন। আক্রমণ প্রতি আক্রমণ মধ্য দিয়ে চমৎকার একটা খেলা উপহার দেয় দুই দল। সেই সাথে বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করে উভয় দল। খেলা গোল শুন্যভাবে শেষ হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে সংবর্ধিত তিন তারকা ছাড়াও ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা বক্তব্য রাখেন। উল্লেখ্য, খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, রেজাউল করিম, মিনার বিশ্বাস, চতুর্থ রেফারি ছিলেন জহিরুল ইসলাম জিন্নাহ।