মার্চ ১০, ২০২২
ফরিদপুর সদর, রাজনীতি
24 Views
বিশেষ প্রতিবেদক।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর মহানগর যুবদল। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বিভাগীয় এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সহ সভাপতি মাহাবুবুল হাসান ভুইয়া পিংকু। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আলী আকবর চুন্নু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, যুবদলের সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল মাহমুদ খান টিটু, বিএম নাহিদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে চলে যায়। বর্তমানে মানুষ চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ কিনতে গিয়ে হিমশীম খাচ্ছে। এই সরকারকে বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চায়না।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ফরিদপুর মহানগর যুবদলের আয়োজনে বিভাগীয় এ সমাবেশে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।