
ষ্টাফ রিপোর্টার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে আদালত কতৃক সাজা দেবার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে শহরের কাঠপট্রিস্থ বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সবাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাডবোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সহ সভাপতি এম এম ইউসুফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে থানার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।