ফরিদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন
সবুজ দাস, ফরিদপুর : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুর সদর উপজেলা চত্তরের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩ ই মে শনিবার সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো: মাসুদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ।
এদিকে শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারীগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪ টি গ্রæপে বিভক্ত হয়ে বাংলা ও ইংরেজী ভাষায় বক্তৃতা, গান, কবিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ ১৭ ক্যাটাগরির প্রতিযোগিতার বাছাই পর্বে অনন্তত ৫ শতাধীক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এই ১৭ ক্যাটাগরির প্রতিযোগিতার বাছাইপর্বে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা পরবর্তি প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন।
এদিকে সরকার পুরোনো ধারার শিক্ষা পাল্টে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন এক নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে, যা শিক্ষার্থীরা মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফেলে তাদের কৌতুহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও নেতৃত্বের গুণাবলী তৈরিতে উপযোগী করে তুলতে পারবে বলে মনে করেন উপস্থিতগন। এ সময় প্রতিযোগিতার বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার মিত্র, সরকারী রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম, ফরিদপুর মুসলিম মিশন কলেজ এর ইংরেজী বিভাগের প্রভাষক ইব্রাহীম হুসাইন প্রমুখ।