মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর, কিশোরগঞ্জ, প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের টানা ৩৫ বছরের সফল সাধারণ সম্পাদক প্রয়াত জহিরুল ইসলাম ভূঞা’র কবর জিয়ারত করলেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
শনিবার (২০ আগস্ট, ২০২২ খ্রিঃ) দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আফছর উদ্দিন ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে জহিরুল ইসলাম ভূঞা’র কবর জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি এসএম আজিজ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আলমগীর হোসেন ভূঞা, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেমসহ উপজেলা ও ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া প্রয়াত জহিরুল ইসলাম ভূঞা’র বড় ছেলে মোঃ ফারুক ভূঞা ও ছোট ছেলে ইঞ্জিঃ সাইফুল ইসলাম সুমন ভূঞা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের সময় মরহুম জহিরুল ইসলাম ভূঞাসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মুফতি শাকিল ভূঞা।