ফরিদপুরে এ্যাম্বুলেন্স চালক ও মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ – dailyfaridpurkantho

ফরিদপুরে এ্যাম্বুলেন্স চালক ও মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ – dailyfaridpurkantho

ফরিদপুরে এ্যাম্বুলেন্স চালক ও মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ – dailyfaridpurkantho

সুজাউজ্জামান জুয়েল।
সড়কে হয়রানীমুক্ত পথচলতে ও এ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস সরবরাহ সহ ৫দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ফরিদপুরে বেসরকারী এ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যান সমিতি এ কর্মসূচির আয়োজন করে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে এসময় বক্তব্য রাখেন এ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যান সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন সুমন, সাধারন সম্পাদক রওশন মিয়া, সহ-সভাপতি কুদ্দুস মিয়া, আমিনুল ইসলাম তুহিন প্রমূখ।
আগামী ২৫জুলাইয়ের মধ্যে ৫দফা দাবী আদায় না হলে সারা দেশ ব্যাপী বেসরকারী এ্যাম্বুলেন্স চালক ও মালিক কল্যান সমিতি এ্যাম্বুলেন্স অনিদৃষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষনা করেন মানববন্ধনে অংশ নেয়া নেতারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফরিদপুর জেলার সকল বেসরকারী এ্যাম্বুলেন্স চালক ও মালিকেরা উপস্থিত ছিলেন।

Explore More Districts