ফরিদপুরে ঈশান ভবনের উদ্বোধন

ফরিদপুরে ঈশান ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :ফরিদপুর শহরের ২নং হাবেলীপুরস্থ ২নং পুলিশ ফাঁড়ি “ঈশান ভবন” এর উদ্বোধন করলেন পুলিশের সদস্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি আলীমুজ্জামান বিপিএম (সেবা) এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতি পাওয়া পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হেলাল উদ্দিন আহমেদ, সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল কুমার কর্মকার ও ঈশান ভবন ও জমি দান করা জমিদার ঈশান চন্দ্র রায়ের পরিবারের প্রৌ পুত্র খগেন্দ্রনাথ সরকারের স্ত্রী লিপিকা সরকার এবং লিপিকা সরকারের পুত্র উজ্জ্বল সরকার, উৎপল সরকার, উত্তম সরকারসহ পুলিশ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

১৯ শতকে এই ভবনটি জমিদার স্টেটের খাজনা আদায়ের অফিস হিসাবে নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার যুদ্ধ পরবর্তীকালে ভবনটি বাংলাদেশ পুলিশের ফাঁড়ি হিসাবে ব্যবহৃত হতে থাকে। জমিদার রায় সাহেব ঈশান চন্দ্র সরকারের ৫ম প্রজন্ম প্রৌপুত্র পুলিশের সেবা ও জনকল্যাণে এই ভবন ও জমি পুলিশ বিভাগকে আনুষ্ঠানিক ভাবে দান হিসাবে হস্তান্তর করে।

Explore More Districts