ফরিদপুরে আদালতের জিম্মায় থাকা ১২ বাস আগুনে ভষ্মিভূত

ফরিদপুরে আদালতের জিম্মায় থাকা ১২ বাস আগুনে ভষ্মিভূত

 

আগামী বৃহস্পতিবার এবারের বইমেলার শেষ দিন। সে হিসেবে আজ মেলার শেষ শুক্রবার। সকাল থেকে মেলার শেষ হওয়া অবধি লেখক-পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় জমজমাট মেলা প্রাঙ্গণ। একদিকে শেষ সময়, অন্যদিকে ছুটির দিন দলবেঁধে আসছেন আর বই কিনছেন বইপ্রেমীরা। সর্বত্রই ছিল দর্শনার্থীদের সরব উপস্থিতি।

সরেজমিনে মেলার ২৫তম দিনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ ও বাংলা একাডেমি চত্বর ঘুরে দর্শনার্থী-পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়। গত দিনের চেয়েও দ্বিগুণ গতিতে চলছে বিক্রি।

ঐতিহ্য প্রকাশনীর ম্যানেজার আমজাদ হোসেন কাজল বলেন, ছুটির দিন ; তারপরেও মেলার শেষ শুক্রবার। তাই তুলনামূলক মানুষ অনেক বেশি। আমাদের বই অন্য ছুটির দিনগুলোর চেয়ে ভালো বিক্রি হচ্ছে।

অনিন্দ্য প্রকাশনীর বিক্রয়কর্মী আরিফ বলেন, মেলায় আজ দর্শনার্থী অনেক বেশি। বেচা-বিক্রিও হচ্ছে খুব ভালো। আশা করি, মেলা আগামী যে কয়েক দিন আছে এ ধারা অব্যাহত থাকবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব হাসনাত বলেন, ছুটির দিন থাকায় বন্ধুদের নিয়ে বইমেলায় এসেছি। পছন্দের বাকি কিছু মুক্তিযুদ্ধ ও ইতিহাস নির্ভর মৌলিক কিছু বই কেনার ইচ্ছে আছে।

কেন শেষ সময়ে এসেছেন, এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন- ‘ভেবেই রেখেছিলাম মেলার শেষ শুক্রবার এসে বাকি বইগুলো কিনব। তবে এর আগেও এসেছিলাম। বই নেড়ে-চেড়ে দেখেছি কিছু কিনেও নিয়ে গিয়েছি।’

এদিকে নিষ্প্রভ ‘লিটল ম্যাগ চত্বর’ এ দু-একটি স্টল বাদ দিয়ে পুরোপুরি প্রাণ ফিরেছে। অমর একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগাজিন চত্বরও বেশ জমজমাট। গ্রন্থমেলার অন্যান্য স্থানের মতো অহেতুক ভিড় নেই লিটল ম্যাগ চত্বরে। প্রকৃত ক্রেতারাই লিটল ম্যাগাজিন প্রাঙ্গণে আসছেন।

উল্লেখ্য, গেল মাসের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘অমর একুশে বইমেলা ২০২২।’ ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও, ১৭ দিন বাড়ানো হয় মেলার সময়সীমা। আগামী ১৭ মার্চ এবছরের ‘অমর একুশে বইমেলা’ -র পর্দা নামার কথা রয়েছে।

Explore More Districts