ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরে অনুষ্ঠিত হলো শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শহরের আলীপুর রাসেল স্কয়ারের সামনে থেকে বিশাল এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক নেতৃত্ব দেন।
এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে শেখ রাসেল স্কয়ারের জড়ো হয়। শোভাযাত্রাটি শহরের ইমাম উদ্দিন স্কয়ার ঘুরে মুজিব সড়ক দিয়ে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাসী বলে ফরিদপুরে বিএনপিরা তাদের কর্মসূচি পালন করতে পারছেন।
আমরা শান্তি চাই বলে গত মঙ্গলবার বিএনপির পদযাত্রা কর্মসূচির দিন আমরা কোন কর্মসূচি পালন না করে একদিন পরে কর্মসূচি পালন করছি। বক্তারা বলেন, একটি অশুভশক্তি দেশের আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ওই কুচক্রিরা চায় না দেশ অর্থনীতি এগিয়ে যাক, এই জন্য বিদেশীদের ব্যবহার করে দেশের অশান্তি সৃষ্টি করছে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ ভাবে থেকে ওই দুষ্টচক্রকে মোকাবেল করতে হবে।