
কন্ঠ রিপোর্ট।
ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সকালে থানা রোডস্থ আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রাখা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌরমেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান ফকির, মাইনুদ্দিন আহমেদ মানু, মাসুদুল হক, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, সাংগঠনিক সমআদক আবু নাইম, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির। এসব কর্মসূচিতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।