ফরিদপুরে আইনগত সহায়তা দিবস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামুল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা লিগ্যাল এইড অফিস ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ এর তাৎপর্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই এপ্রিল রবিবার সকালে উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত এ সেমিনারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আইন সহায়তা প্রদানকারী কর্মকর্তা গণ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালি এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইডের সচিব ও সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান তামান্না। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা। সেমিনারে দরিদ্র জনগোষ্ঠী ও নানাবিধ আর্থ সামাজিক কারনে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন জেলা লিগ্যাল এইড কমিটির তত্ত¡াবধানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত লিগ্যাল এইড কমিটি এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এ ছাড়াও লিগ্যাল এইড অফিসার গণ আইনগত সহায়তা প্রদানের পাশাপাশি বিনামুল্যে আইনগত পরামর্শও প্রদান করে আসছেন। তাই যেকোন ব্যক্তি জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা গ্রহন করতে পারেন বলে জানান তারা। এ ছাড়াও আগামী ২৮ শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসকে সামনে রেখে আপামর জনসাধারনের আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার বিষয় নিয়েও সেমিনারে আলোচনা করা হয়।