চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কেরোসিন তেল ঢেলে নিজেই শরীরে আগুন দিল দু সন্তানের জননী মিতু আক্তার (১৮)। চিকিৎসক জানিয়েছেন এতে তার শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়ারহাট উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্বামী অটোরিকশা চালক রাকিব হাসানের সাথে পারিবারিক ভাবে মিতু আক্তার (১৮) এর বিয়ে হয়। তাদের সংসারে দুটি কণ্যা সন্তান রয়েছে। ছোট কণ্যা সন্তানের বয়স মাত্র আড়াই মাস। তাদের সংসারে প্রায়ই বিভিন্ন বিষয়ে ঝগড়া হয়ে থাকে।
আহত মিতু ও পরিবারের সদস্যরা জানায়, তাদের সংসারে তার শাশুড়ি ঝগড়ার কেন্দ্রবিন্দু। তার স্বামী কাজ থেকে বাড়ি আসলে শাশুড়ি ছেলের কাছে নানা ধরনের কথা বলে ঝগড়ার সৃষ্টি করে। ঘটনার দিন সকালে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। স্বামী রাকিব হাসান স্ত্রী মিতুর গায়ে হাত তুলে এবং স্বামী বলে যে তুই মরে যা এ বলে সে বাড়ি থেকে কাজে চলে যায়। পরবর্তীতে বিকালে রাকিব বাড়ি আসলে স্ত্রী রাগ করে ঘরের ভেতর নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা চেষ্টা করে। বাড়ির আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় মিতুকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের জাতীয় র্বান ইউনিটে রেফার করেন।
ডাঃ আনিসুর রহমান জানান, রোগীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাই আমরা তাকে জাতীয় র্বান ইউনিটে রেফার করেছি।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৬ অক্টোবর ২০২৫