চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে সজীব বেপারী (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের (২নং) মানিকরাজ দাইবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সজীব ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পার্শ্ববর্তী এলাকায় বিয়ে করেন সজীব। তবে সংসার জীবনে অভাব-অনটনের কারণে তাদের দাম্পত্যে প্রায়ই কলহ লেগে থাকত। এর মধ্যে স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। বুধবার বিকেলে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সজীব অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা আরও জানান, সজীবের বাবা গিয়াস উদ্দিন এলাকার অনেক ঋণের দায়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। ফলে সংসারের চাপ ও অর্থনৈতিক টানাপোড়েনে সজীবের পরিবার ভুগছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, “আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
প্রতিবেদক: শিমুল হাছান,১৭ সেপ্টেম্বর ২০২৫