চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় দুই সন্তানের জননী শাহনাজ বেগমকে (৩৮) কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত নাসিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে গুরুতর দগ্ধ শাহনাজ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে। দগ্ধ শাহনাজ বেগম ওই এলাকার উকিলবাড়ির আমির হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, নাসিমা বেগমের কাছ থেকে জমি বন্ধক রেখে ৪০ হাজার টাকা সুদে ধার নেন শাহনাজ বেগম। নির্ধারিত সময়ে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় শুক্রবার রাতে সুযোগ বুঝে নাসিমা ও তার সহযোগীরা শাহনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শাহনাজের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান এবং তাকে উদ্ধার করে।
প্রথমে শাহনাজকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ বেগম সাংবাদিকদের বলেন,
“নাসিমা বেগম ও আরও ৩-৪ জন মিলে আমার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছে। আমি চিৎকার করলে পরিবারের সদস্যরা আমাকে বাঁচায়।”
এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন, ঘটনাটি রহস্যজনক। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় অভিযুক্ত নাসিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিবেদক: শিমুল হাছান,২৭ সেপ্টেম্বর ২০২৫