চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে বিদ্যুতায়িত হয়ে সৌদি প্রবাসী শরীফ হোসেন(৩৫) এর মৃত্যু।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর রাস্তার পাশে লিটনের ব্যাটারিচালিত অটোরিকশা গ্রেজের এ ঘটনা ঘটে। মৃত শরীফ হোসেন চির্কা পাটওয়ারী বাড়ির মোশাররফ হোসেনের ছোট ছেলে।
পরিবারে ও স্থানীয় লোকজন জানান, ২৬ মার্চ দুপুরে শরীফ সৌদি যাওয়ার কথা ছিল। সে রাত ৯ টায় এলাকার লোকজনের কাছ থেকে বিদায় নিতে গিয়ে লিটনের ব্যাটারিচালিত গ্রেজে বাংলাদেশে ও ইন্ডিয়ার ফুটবল খেলা দেখতে থাকে। হাঠাৎ করে গ্রেজে চার্জিংকৃত অটোরিকশার সাথে হেলান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই আরিফ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহের সুরতহাল করেন।
মৃত শরীফের মা রহিমা বেগম বলেন, আমার ছেলে গত ৬ মাস পূর্বে সৌদি থেকে দেশে আসেন এবং দুই মাস পূর্বে বিয়ে করে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ থেকে সৌদি যাওয়ার কথা ছিল এখন সে মৃত।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে শরীফের মৃত্যুর সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে দাফনের অনুমতি দেওয়া হয়।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ মার্চ ২০২৫