ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে পরিবেশবান্ধব কর্মসূচি উদ্বোধন

ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে পরিবেশবান্ধব কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ১ কোটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অতিথিদের উপস্থিতিতে দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ এবং রোপণ কার্যক্রম শুরু হয়।

এসময় কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে হবে—এটাই বিএনপির রাজনীতি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. আবদুল জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক জেলা ছাত্রদল নেতা ও জেলা যুবদল নেতা সোহেল খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ টুটুল পাটোয়ারী এবং বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলাম ও অভিভাবক সদস্য সাংবাদিক সোহেল খান। 

বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় পরিবেশবান্ধব কর্মসূচিকে উৎসাহিত করে আসছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. হাসান আলী, যুবদল নেতা শাহ আলম, বিল্লাল পাটোয়ারী, ইউসুফ, দিপু পাটোয়ারী, শহীদ ভূঁইয়া, রহিম, জাকির, শাহীন পাটোয়ারী, নবীন, মো. হাফেজ, জাফর পাটোয়ারী, আনোয়ার হোসেন, সুমন, আলমগীর, আমির হোসেন আমু, ওসমান, মহিন পাটোয়ারী, কামাল, জাকির মেম্বার, আঃ আলী, মমিন, খোরশেদ মেম্বার, ইমান, শিমুল, সেলিম, হুমায়ুন, মাসুদসহ বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী।

প্রতিবেদক: শিমুল হাছান,১ জুলাই ২০২৫

Explore More Districts