ফরিদগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় আহত ১২

ফরিদগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় আহত ১২

চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ অংশে প্রাইভেটকারের ধাক্কায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজি অটোরিকশায় থাকা চালকসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের দক্ষিণ পাশে কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ ২২-৩৮৩৭ নম্বর প্রাইভেটকারটি ফরিদগঞ্জ থেকে রায়পুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দ্রুতগতির ওই গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এরপর পালানোর চেষ্টা করতে গিয়ে গাড়িটি আরও একটি সিএনজি ও আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং ১২ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, রায়পুর উপজেলার মোল্লারহাট এলাকার গনি আমিন (৫০), তার স্ত্রী ছকিনা বেগম (৪০), ছেলে সাইমুম (৯), সাইফুল (৭), ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার অটোরিকশা চালক আলতাব হোসেন (৪৫), নুর মোহাম্মদ (৮০), জেসমিন (৫০), নার্গিস (৩৭), সামিয়া (১৫), আলতাফ (৪৯), ইমাম হোসেন (২৩) ও রুমা (৩২)।

অটোরিকশা চালক গনি আমিন বলেন, গৃদকালিন্দিয়া বাজারের দিক থেকে দ্রুতগতির প্রাইভেটকার এসে আমাদের গাড়িকে ধাক্কা দিলে আমরা রাস্তার বাইরে ছিটকে পড়ি। এতে সবাই গুরুতর আহত হয়েছি এবং গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এএসআই রাসেল মিত্র ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১ নভেম্বর ২০২৫

Explore More Districts