চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার বড়ালি গ্রামের এক পরিবারের প্রতিবন্ধী ছয় সহোদর পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।
শুক্রবার (৩ জুলাই) পৌর এলাকায় ৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামে ছুটে আসেন। ওই গ্রামের আজিম বাড়ির মনুহর ও ফুল বানু দম্পত্তির প্রতিবন্ধী ছয় সন্তানের জন্য ঘর তৈরি করে দেয়ার আশ্বাস দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ঘর তৈরির কাজ শুরু করতে নিদের্শনা দেন।
তাৎক্ষনিক ভাবে তিনি নগদ আর্থিক সহায়তা প্রতিবন্ধী সহোদরদের মা ফুলবানুর হাতে তুলে দেন। এছাড়া রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিলের সহযোগিতায় ওই পরিবারকে ১৫দিনের খাবারের ব্যবস্থা করে দেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, পৌর বিএনপি নেতা ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও বিএনপির নেতা শফিকুল ইসলাম স্বপন।
উল্লেখ্য, আজিম বাড়ির বাসিন্দা মনুহর ও ফুল বানু দম্পত্তির ৭ সন্তানসহ বর্তমানে ৮ সদস্যের পরিবারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে শুধু বড় মেয়ে সুস্থ্য রয়েছেন। বাকি সন্তানরা সবাই শারিরিক প্রতিবন্ধী। শারিরিক এ প্রতিবন্ধীদের শরীরে নানান রোগ বাসা বাঁধলেও অর্থাভাবে হচ্ছেনা চিকিৎসা, অর্ধাহারে অনাহারে কাটছে জীবন। থাকার নেই ভালো বাসস্থানের ব্যবস্থা। তাই পুরো পরিবারের জীবন যাপন হয়ে উঠেছে দুর্বিসহ।
শারিরিক এ প্রতিবন্ধীরা হলেন, মনুহর ও ফুল বানু দম্পত্তির ছেলে নুরুল ইসলাম (৪১), তাজুল ইসলাম (৩৯),জাহাঙ্গীর হোসেন (৩৫), বিল্লাল হোসেন (৩৪), মো. আবদুর রব (৩২), রেহানা বেগম (২৩)। সুস্থ্য স্বাভাবিক ভাবে জন্ম হলেও ৬ থেকে ৭ বছর বয়সে সবাই টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে প্রতিবন্ধী জীবনে প্রবেশ করেন।
ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি/৪ জুলাই ২০২৫