ফরিদগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

ফরিদগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়‌ এবং ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কিছু সংখ্যক কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের টুবগী ব্রিকস, বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ ব্রিকস ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ভঙ্গেরগাঁও ব্রিকস নামে ইটভাটায় আংশিক অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, উপ-সহকারী পরিচালক আব্দুল হান্নানসহ সেনাবাহিনী, পুলিশের চৌকস দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, এসব ব্রিক ফিল্ডের অনুমোদিত কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৯ মার্চ ২০২৫

Explore More Districts