ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা নাহার বেগম গ্রেফতার। গতকাল রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলমের নির্দেশে এস আই মোঃ আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি এলাকার ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাহার বেগম (৫০) কে গ্রেফতার করে।
নাহার বেগম চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি ঝিনু ভূঁইয়া বাড়ির মহসিন ভূঁইয়ার স্ত্রী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নাহার বেগমকে নিয়মিত মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, ৮ এপ্রিল ২০২৫