ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ

ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে ‘গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব’ নামে একটি নতুন ক্রীড়া সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) গৃদকালিন্দিয়া বাজারে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সভায় এই ক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গঠিত হয় ৩৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি।

সাংগঠনিক সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী রূপসা দক্ষিণ ইউনিয়নে ফুটবল ও ক্রিকেট খেলাকে আরও গতিশীল এবং সংগঠিত করতেই এ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

সদ্য গঠিত কার্যনির্বাহী কমিটির মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন:আহ্বায়ক: সাংবাদিক সোহেল খান, প্রধান উপদেষ্টা: সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, ফুটবল একাডেমি পরিচালক: রিয়াদুল হাসান রাফি, ক্রিকেট একাডেমি পরিচালক: আশিক খান।
উক্ত স্পোর্টিং ক্লাবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন: সাংবাদিক নুরুন্নবী নোমান, এস. এম. ইকবাল হোসেন, মো. শিমুল হাছান। স্পোর্টস পার্টনার: মান্নান স্পোর্টস।

সংগঠনকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির পাশাপাশি গঠন করা হয়েছে আরও কয়েকটি উপকমিটি। এর মধ্যে রয়েছে ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি, ৬ সদস্যবিশিষ্ট ফুটবল একাডেমি পরিচালনা কমিটি, ৭ সদস্যবিশিষ্ট ক্রিকেট একাডেমি পরিচালনা কমিটি, ৩ সদস্যবিশিষ্ট মিডিয়া পার্টনার এবং ১ সদস্যবিশিষ্ট স্পোর্টস পার্টনার কমিটি।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩ জুলাই ২০২৫

Explore More Districts