ফরিদগঞ্জে গুলিসহ পিস্তল চুরি, এসআই ক্লোজড 

ফরিদগঞ্জে গুলিসহ পিস্তল চুরি, এসআই ক্লোজড 

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক এসআই এর বাসা থেকে  ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল চুরি করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সোমবার এসআই রাকিব উদ্দিন ভূঁইয়া আহমেদকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শাহ্ আলম।

খবর পেয়ে রাতেই চাঁদপুরের  পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার (এডিসনাল পদে পদোন্নতি প্রাপ্ত) এসএম মোস্তাইম, সিআইডি ও ডিবির চৌকশ টিমসহ থানার ওসি মোঃ শাহ্ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম  জানান, ফরিদগঞ্জ থানা থেকে মাত্র একশ’ গজ উত্তরে একটি চারতলা ভবনের চতুর্থতলার উত্তর পাশের একটি ফ্লাটে একাই  থাকেন এসআই রাকিব আহমেদ। ওই ভবনের প্রায় ফ্লাটে থানার পুলিশ সদস্যরা ভাড়া থাকে। আরও এক শ’ গছ উত্তরে ফরিদগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে।  ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আসপাশে। সোমবার (৫ মে) দুপুরে আগে বা পরে অঙ্গাতনামা চোরের দল এসআই রকিবের বাসার তালা ভেঙে ২ টা ম্যাগজিনে ১৬ রাউন্ড গুলিসহ একটি সরকারি ৯ এমএম তরাশ পিস্তল ও দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সোমবার এসআই রকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে চাঁদপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এঘটনায় পুলিশ বাদি হয়ে অঙ্গাতনামা একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিব উদ্দিন জানান, সোমবার দুপুরে বাসা থেকে বের হয়ে থানায় আসেন। বিকেলে ৪ টা নাগাদ বাসায় গিয়ে দেখেন দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ দেখতে পান। ব্রিফকেস থাকা গুলিসহ সরকারি পিস্তল ও নগদ টাকা নিয়ে গেছে। 

প্রতিবেদক: শিমুল হাছান, ৬ মে ২০২৩

Explore More Districts