বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করে দোয়া করেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম।
মাজার জিয়ারত শেষে ফরহাদ চৌধুরী শামীম এর নেতৃত্বে সিলেট-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে এক প্রচার মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিলেট-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও ধানের শীষের প্লেকার্ড এবং ধানের ছড়া হাতে নিয়ে নেতাকর্মীরা গগনবিদারী শ্লোগান দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান।
মাজার জিয়ারত শেষে হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদের প্রধান ফটকে ও কোর্ট পয়েন্টে মিছিল শেষে অনুষ্ঠিত সভায় ফরহাদ চৌধুরী শামীম তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাজার জিয়ারত, দোয়া ও মিছিলে সিলেট জেলা, মহানগর, উপজেলা, থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল, মৎসজীবি দল, জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


