- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সারাদেশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে জমঈতে আহলে হাদীসের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
ফতুল্লায় ওসি রকিবুজ্জামান আউট, রিজাউল হকের যোগদান
- আপডেট টাইম : মে, ১৫, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ণ
- 15 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ থানা ফতুল্লা মডেল থানায় ওসি রকিবুজ্জামান আউট এবং রিজাউল হক দিপুর যোগদান।
শনিবার (১৪ মে) সকালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু কে দায়ীত্ব বুজিয়ে দিয়ে বিদায়ী নিয়েছে রকিবুজ্জামান। তবে তিনি থাকাবস্থায় ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অসংখ্য ঘটনা ঘটছে। ওই সকল ঘটনায় তেমন সেবা বা সহযোগিতা না পাওয়ার অনেক অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামানের নরসিংদী জেলায় যোগদান করার কথা রয়েছে ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান এর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ওসি রকিবুজ্জামানকে থানা পুলিশ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধ্বনা দেয়া হয়েছে। একই সঙ্গে নবাগত ওসিকেও শুভেচ্ছা জানিয়েছে অনেকেই ।
বামে নবনিযুক্ত ওসি রিজাউল হক দিপুর এবং ডানে রকিবুজ্জামান।