ফটিকছড়ি শাহনগর দারুল উলুম মাদ্রাসা প্রবাসী পরিষদের মতবিনিময় সভা – Chittagong News

ফটিকছড়ি শাহনগর দারুল উলুম মাদ্রাসা প্রবাসী পরিষদের মতবিনিময় সভা – Chittagong News

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ১৩নং লেলাং ইউনিয়নের শাহনগর দারুল উলুম মাদ্রাসা এর প্রবাসী সহায়তা পরিষদের উদ্যোগে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদে এশা দেরা দুবাই সোনার গাঁ রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শাহনগর দারুল উলূম মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ ইসমাইল‘র সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুবাই শাখার পেশ ইমাম হাফেজ মোঃ নুরুল হুদা এবং প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ মহসিন কবির। মোহাম্মদ আবুল বশর ও হাফেজ মোহাম্মদ নজরুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিবুল্লাহ। মতবিনিময় সভায় মুহসিন কবিরকে সভাপতি এবং মোহাম্মদ হাবিব উল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শাহনগর দারুল উলুম মাদ্রাসা প্রবাসী সহায়তা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় প্রবাসী সদস্যরা মাদ্রাসার অগ্রগতি, শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও মাদ্রাসার সার্বিক কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজ এলাকার শিক্ষা, ধর্ম ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পরে সভাপতির বক্তব্যে মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ ইসমাইল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, আর্থিক ও অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এমএইচএস/সিটিজিনিউজ

Explore More Districts