ফটিকছড়িতে বিয়ের ৬ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক আজাদী

ফটিকছড়িতে বিয়ের ৬ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক আজাদী

চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনোভা আক্তার নোভা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

গত ৬ মাস আগে ওই এলাকার ট্রাক ড্রাইভার মো: সাহাব উদ্দিনের সাথে বিয়ে হয় চাঁদনীর। চাঁদনীকে তার স্বামী এবং স্বামীর পরিবার পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনেরা।

জানা যায়- ৩ বছর বয়সে নিহত গৃহবধূ তাসনোভার মা মারা যান। এরপর থেকে সে পাইন্দং ফরেস্টর দোকান এলাকায় তার নানার বাড়িতে বড় হয়। মৃত্যুর ৬ মাস আগে তাকে একই এলাকায় বিয়ে দেন তারা নানা এবং স্বজনেরা।

নিহত গৃহবধূর নানা মিয়া (আনোয়ার রহমান) বলেন- আমার মেয়ে মারা যাওয়ার পর একমাত্র নাতনি চাঁদনীকে অতি আদর যত্নে বড় করেছি। ৬মাস পূর্বে তাকে সাহাব উদ্দিনের সাথে বিয়ে দিই। আজকে ঘটনার পর নাতনী (তাসনোভা)’র জামাই আমাকে ফোনে জানায় যে আমার নাতনী মারা গেছে। পরে এসে দেখি তাসনোভার লাশ তার রুমের ফ্যানের সাথে উড়না দিয়ে বাঁধা অবস্থায় ঝুলে আছে। এখন সবাই তাকে মেরে পালিয়ে গেছে। আমরা এ পরিকল্পিত হত্যাকাণ্ডের কঠিন বিচার করছি।

এ ব্যাপারে স্থানীয় মৌলভী মো: ওসমান গণি- আমি এসে দেখি লাশটি ঝুলে আছে, তবে পা ছিল বিচানার সাথে লাগানো। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এমন হত্যাকাণ্ডের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: রফিক বলেন- আমরা খবর পাওয়ার সাথে সাথে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর সত্য ঘটনা জানা যাবে।

Explore More Districts