ফটিকছড়িতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক যুবকের – দৈনিক আজাদী

ফটিকছড়িতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক যুবকের – দৈনিক আজাদী

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী ইকোনো একটি বাসের ধাক্কায় মো. রাজু (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেয়াকোর বারৈয়ারহাট- ফটিকছড়ি সড়কের বালুটিলার কড়াইবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউপির হেয়াকো এলাকার ২ নং ওয়ার্ডের বাংলাপাড়ার মৃত সাইদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল বলেন- খাগড়াছড়ি থেকে একটি বাস ফেনীর দিকে যাচ্ছিল। বালুটিলার কড়ইবাগান এলাকায় যাত্রীবাহী বাস মোটারসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মো. রাজু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Explore More Districts