ফটিকছড়িতে বসতঘর ও রাস্তা দখলে বাধাঁ দেওয়ায় হামলা – Chittagong News

ফটিকছড়িতে বসতঘর ও রাস্তা দখলে বাধাঁ দেওয়ায় হামলা – Chittagong News

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার পালপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তাটি দখলের পাঁয়তারা এবং সংখ্যালঘু পরিবারের বসতঘর দখলে বাধাঁ দেওয়াই তাদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একাধিক পরিবার। তারা অভিযোগ করেছেন, এ ঘটনার পেছনে স্থানীয় ভূমিদস্যু আহমদ উল্লাহ নয়ন ও তার অনুসারীরা রয়েছেন।

বুধবার (৭ মে) উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘এই রাস্তা দিয়ে বহু বছর ধরে আমরা চলাচল করে আসছি। এটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও আহমদ উল্লাহ নয়ন ও তার সহযোগীরা এটি দখল করার চেষ্টা করছেন।’

তারা আরও অভিযোগ করেন, ‘আজ (বুধবার) সকালে অভিযুক্তরা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, পরিবারের নারী-পুরুষ সদস্যদের মারধর করেছে। আমরা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগীতা চেয়েছি।’ কিন্তু পুলিশ আমাদের অসহযোগীতা করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, ‘আমরা এ দেশেই জন্মেছি, এখানেই থাকি। আমাদের অধিকার নিয়েই যেন আমাদেরকে লড়াই করতে হয়। এভাবে সংখ্যালঘুদের ওপর বারবার নির্যাতন বন্ধ হোক।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈকত পাল, রিয়া পাল, মিঠন পাল, রিপন পাল, সাগর পাল, সীমা পাল, নিঝুন পাল ও মুক্তা পাল উপস্থিত ছিলেন।

জানতে চাইলে অভিযুক্ত আহমদ উল্লাহ নয়ন বলেন, ‘আমি রাস্তা দখলের পাঁয়তারা করছি না। সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি অবান্তর। তিনি দাবী করেন, ‘আমার কেনা সম্পত্তি তারা দখলে রেখে উল্টো আমার উপর দুষ চাপাচ্ছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়ে আমরা আপাতত কাজ বন্ধ করতে বলেছি। আদালতের নির্দেশনা মতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts