প্রেসক্লাব রংপুর এর বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রেসক্লাব রংপুর এর বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
শরিফা বেগম শিউলী, রংপুর জেলা প্রতিনিধিঃ প্রেসক্লাব,রংপুরের অনিয়ম,বৈষম্য ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুরের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
(২৫আগষ্ট) রোববার দুপুর আড়াইটায় রংপুর নগরীর কাচারি বাজার জিরো পয়েন্ট মোড়ে এ প্রতিবাদ, মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে প্রেসক্লাব,রংপুরকে বৈষম্যমুক্ত করতে ৫ দফা দাবি তুলে ধরেন ষ্মারকলিপিতে। বলা হয় ৫৯ বছরের অনিয়ম বৈষম্য দুর করে জেলায় কর্মরত সকল সাংবাদিককে অন্তর্ভুক্ত করার আগে বর্তমান ফ্যাসিস্ট কমিটি বাতিল করে আহবায়ক কমিটি দিতে হবে।
গঠনতন্ত্রে কালাকানুন ও কুক্ষিগত ক্ষমতার কারনে রংপুরে কর্মরত জনপ্রিয় ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মুলধারার ২ শতাধিক সাংবাদিক অধিকার বঞ্চিত, বৈষম্যের শিকার। বক্তারা বলেন, প্রতিষ্ঠানটির নিয়মিত অডিট না হওয়ায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।