২৪ September ২০২৫ Wednesday ৯:২১:৪৬ PM | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধি:

বরিশালের শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে রেখে রাতভর ধর্ষণ করেন রিফাত রেদোয়ান নামের এক যুবক। বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানী ঢাকা থেকে ২১ বছর বয়সি তরুণীকে ২০ সেপ্টেম্বর বরিশালে নিয়ে আসেন উজিরপুরের সানুহার গ্রামের এই যুবক। এবং ওইদিনই তরুণীকে নিয়ে তিনি শহরের ১২ নং ওয়ার্ডে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে ‘আবাসিক হোটেল হাওলাদারে’ একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে ওঠেন। যুবক রেদোয়ান সারা রাত তরুণীর সাথে কাটিয়ে সকালে সেখান থেকে উধাও হয়ে যান। প্রতারক প্রেমিকের এই আচরণে ক্ষুব্ধ হয়ে কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা ওই তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকতে বাধ্য হন। এবং অভিযোগ প্রাপ্তির কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ যুবককে উজিরপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
বিয়ের প্রলোভনে হোটেলে রেখে তরুণীকে ধর্ষণের এই ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। তরুণীর দায়ের করা মামলায় পুলিশ প্রেমিক পুরুষ রেদোয়ানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানে বিচারক কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের একই গ্রামে পাশাপাশি স্থানে পরিবার নিয়ে বসবাস করেন তরুণীর বোন এবং যুবক রেদোয়ানের ভাই। বছরখানেক আগে তরুণী বোনের বাড়িতে বেড়াতে গেলে যুবকের সাথে তার পরিচয় হয়। এবং একপর্যায়ে তারা হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তরুণী কক্সবাজার এবং যুবক বরিশালে গ্রামের বাড়িতে চলে আসলেও তাদের মধ্যেকার সম্পর্ক অব্যাহত থাকে এবং তারা বিয়ে করবেন বলে একে অপরকে প্রতিশ্রুতি দেন।
তরুণী মামলায় উল্লেখ করেন, তিনি নারায়ণগঞ্জে বোনের বাড়িতে অবস্থান করছেন জানালে প্রেমিক রেদোয়ান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালে আসতে বলেন। এতে তিনি সম্মতি জানিয়ে ২০ সেপ্টেম্বর বাসযোগে বরিশালে আসলে যুবক তাকে নিয়ে শেবাচিম হাসপাতালের সম্মুখে হাওলাদার আবাসিক হোটেলে ওঠেন। এবং হোটেলটির তৃতীয় তলার ১০৪ নম্বর কক্ষ তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেন। পরে রাতভর দুজনের সেখানে অবস্থান করেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।
তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাতভর তরুণীকে ধর্ষণ করলেও পরদিন সকাল হতেই রেদোয়ান তাকে হোটেলে একা ফেলে পালিয়ে যান। উপায়ান্ত না পেয়ে পরবর্তীতে তরুণী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম বরিশালটাইমসকে জানান, কোতয়ালি থানা থেকে নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করেন। এবং পলাতক প্রেমিক সম্পর্কে জানতে পারেন তিনি বরিশালে অঘটন ঘটিয়ে উজিরপুর থানা পুলিশের কাছে গিয়ে নিজে ব্ল্যাকমেইল হওয়ার নাটক সাজিয়েছেন। পুরো ঘটনাটি নিশ্চিত করা হলে উজিরপুর থানা পুলিশ তাকে আটক করে রাখে। পরবর্তীতে সেখানে গিয়ে যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়।
এই ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি মামলা হলে সেই মামলায় যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এবং ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্যগত পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানান পুলিশ কর্মকর্তা নাসিম।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |