প্রিয়ভূমি তাড়াইল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ | KishoreganjBarta

প্রিয়ভূমি তাড়াইল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ | KishoreganjBarta



ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ফেসবুক পেইজ প্রিয়ভূমি তাড়াইল এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, গতকাল ১লা মে ২০২২ রোজ রবিবার প্রিয়ভূমি তাড়াইল এর প্রধান সমন্বয়ক এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের সভাপতিত্বে এই কাযর্ক্রম শুরু করা হয়। খান ব্রাদার্স টাওয়ারের এ সময় উপস্থিত ছিলেন প্রিয়ভূমি তাড়াইল এর এডমিন এডভোকেট মাহমুদুল হাসান (মাসুম), ব্যারিস্টার গোলাম কবির, দিগদাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম, করিমগঞ্জ কলেজের অধ্যাপক জহিরুল ইসলাম জীবন, আশরাফুল আলম রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, নূরউদ্দিন, গণমাধ্যম কর্মী ওয়াসিম উদ্দিন সোহাগ, শিক্ষক মাজহারুল ইসলাম নিটু। সাতটি ইউনিয়নে যথাক্রমে তালজাঙ্গা, রাউতি,ধলা,জাওয়ার,দামিহা,দিগদাইড়,তাড়াইল-সাচাইল,এর প্রতিনিধিদের কাছে ক্ষুদ্র পরিসরে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। প্রতিটি প্যাকে ছিল, চাল,ডাল,চিনি,সেমাই,সাবান,শেম্পু, লবণ, ও আলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রতিনিধি ফরহাদ আহমেদ,আনোয়ার হোসেন,আল-মামুন প্রমূখ।







Explore More Districts