প্রিজনভ্যানে ওঠার আগেই পালালেন দুই আসামি – Chittagong News

প্রিজনভ্যানে ওঠার আগেই পালালেন দুই আসামি – Chittagong News

চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলেন—মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, চলতি বছরের ১৪ জানুয়ারি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকায় এক মন্দিরের সামনে মো. জাহেদ (২০) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যমতে, অনলাইন জুয়ার টাকা লেনদেনের জেরে বন্ধুরা তাকে শ্বাসরোধে হত্যা করেন। ওই ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় মো. ইকবাল হোসেন ইমনকে। আর আনোয়ার হোসেন মাদক মামলার আসামি।

আদালত সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া এই দুই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরের দিকে আদালতে হাজিরার জন্য তোলা হয়। হাজিরা শেষে তাদের প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যায়। তবে তাদের কোন আদালতে তোলা হয়েছিল তা জানা যায়নি।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts