কাল থেকে শুরু হচ্ছে পরিবার কল্যাণ সেবা
ও প্রচার সপ্তাহ, জনবল সংকটই বড় চ্যালেঞ্জ
এইচ এম আলাউদ্দিন ঃ প্রায় দু’হাজার শূন্যপদ নিয়ে চলছে পরিবার পরিকল্পনার খুলনা বিভাগের বিভিন্ন দপ্তর। বিভাগের ১০টি জেলা ও ৫৯টি উপজেলায় পরিবার পরিকল্পনা দপ্তরগুলোতে বর্তমানে ছয় হাজার ৭৯০টি পদের মধ্যে কর্মরত আছেন চার হাজার ৮৯৩জন। অর্থাৎ বিভাগে এখন শূন্য পদের সংখ্যা এক হাজার ৮৯৭টি। এমন অবস্থায়ই আগামীকাল শনিবার থেকে সারাদেশের ন্যায় খুলনা বিভাগেও শুরু হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ শ্লোগান নিয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হচ্ছে। পরিকল্পিত পরিবার গঠনের অঙ্গীকার নিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রচারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও দাপ্তরিক জনবলের সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কর্তৃপক্ষ। এই চ্যালেঞ্জের আভাস দিয়ে পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, স্মার্ট দেশ গড়তে অবশ্যই পরিবার পরিকল্পনার দপ্তরগুলোতে চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন।
পরিবার পরিকল্পনা, খুলনা বিভাগীয় কার্যালয়ের দেওয়া এক পরিসংখ্যানে দেখা যায়, বিভাগীয় কার্যালয়টি চলছে মাত্র তিনজন কর্মকর্তা-কর্মচারী দিয়ে। অর্থাৎ একজন পরিচালক, একজন স্টেনোগ্রাফার এবং একজন উচ্চমান সহকারী দিয়েই চলছে বিভাগীয় কার্যালয়। গাড়ি থাকলেও নেই গাড়িচালকের কোন পদ। এজন্য পদ সৃষ্টি জরুরি বলে মন্তব্য বিভাগীয় পরিচালকের।
এভাবেই ১০টি জেলা কার্যালয়ের মধ্যে নয়টিতে উপ-পরিচালক থাকলেও ঝিনাইদহে যেমন ওই পদটি শূন্য রয়েছে তেমনি খুলনা জেলা কার্যালয়ে মেডিকেল অফিসার(সিসি) পদটি রয়েছে শূন্য।
পরিবার পরিকল্পনার এক প্রতিবেদনে দেখা যায়, বিভাগের বিভিন্ন উপজেলা পরিচার পরিকল্পনা কার্যালয়ে পরিকল্পনা কল্যাণ সহকারীর ৯৭২টি পদই শূন্য রয়েছে। অর্থাৎ তিন হাজার ৭১টি অনুমোদিত পদের মধ্যে দু’হাজার ৯৯জন কর্মরত আছেন।
বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদশিকার ৫৯০টি পদের মধ্যে পূরণ আছে ৪২৫টি। অর্থাৎ ওই পদে শূন্য রয়েছে ১৬৫টি।
সব মিলিয়ে খুলনা বিভাগের ১০টি জেলায় বর্তমানে ছয় হাজার ৭৯০টি অনুমোদিত পদ থাকলেও কর্মরত আছেন চার হাজার ৮৯৩জন।
এদিকে, ব্যাপক জনবল সংকট থাকলেও অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে আগামীকাল নয় থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ন্যায় খুলনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনের প্রস্তুতি নিয়েছে বিভাগের সকল দপ্তর। বিশেষ করে খুলনা জেলায় আগামী এক সপ্তাহ জুড়ে বিভিন্ন স্যালেটাইট ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কর্মসূচির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে পরিবার পরিকল্পনার জেলা উপপরিচালক মোঃ শামসুদ্দীন মোল্লা বলেন, সেবা ও প্রচার সপ্তাহে ৪৫জন পুরুষের স্থায়ী পদ্ধতি এনএসভি, ৮৩জন নারীর স্থায়ী পদ্ধতি টিউবেকটমি, ২০২জন নারীর জরায়ুতে আইইউডি পদ্ধতি, ৫৮৪জন নারীর পাঁচ বছরের জন্য ইমপ্ল্যান্ট পদ্ধতি এবং তিন মাস মেয়াদী নারীদের ইনজেকটেবল পদ্ধতি প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গর্ভবর্তী নারীর যতœ নেয়া হবে এক হাজার ৯৯৬জনের, প্রসব সেবা দেওয়া হবে ১৫৯জন নারীর, শূণ্য থেকে পাঁচ বছর বয়সী শিশুর যতœ নেওয়া হবে তিন হাজার ২৮৮জনের।
উল্লেখ্য, ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী খুলনা বিভাগের মোট জনসংখ্যা এক কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৭৫৯জন। আর এই বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতেই পরিবার পরিকল্পনা বিভাগের এ আয়োজন। মূলত: ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহটি পালিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রস্তুতি নিতে গিয়ে দেরি হওয়ায় সরকারের পক্ষ থেকে সপ্তাহ পালনের জন্য নয় থেকে ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়।