তবে পরিচালক জয়ব্রত দাশ বলছেন, ৫৪টা পরিবর্তনে ছবির কোনো সমস্যাই হবে না। তিনি আরও অনেক বেশি কাটস (কর্তন) আর চেঞ্জের (পরিবর্তন) জন্য প্রস্তুত ছিলেন। সেন্সর বোর্ড যেসব পরামর্শ দিয়েছে, সবই মেনে নিয়েছেন।
ভারতে আন্তর্জাতিক শিশু দিবসে (১৪ নভেম্বর) ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ মুক্তির ঘোষণা দিয়েছেন প্রযোজকেরা। শিশু দিবসে ‘অ্যাডাল্ট’ সিনেমা মুক্তির প্রশ্নে ছবির সহপ্রযোজক সৌম্য সরকার ও সংকেত মিশ্র বলেন, ‘প্রতিবছরই শিশু দিবসে বাচ্চাদের জন্য ছবি মুক্তি পায়, এ বছর না হয় বড় হয়ে যাওয়া বাচ্চাদের জন্য একটি ছবি মুক্তি পাক।’
ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন বন্ধুকে নিয়ে, নিজেদের পুঁজি দিয়ে চার বছর ধরে এই ছবি তৈরি করেছেন জয়ব্রত। বহুবার বন্ধ হয়ে গেছে ছবির কাজ। আবার ফান্ড জোগাড় করে তা শুরু হয়।