প্রাক্তন জেলা গভর্নরদের পদাঙ্ক অনুসরণেই ভবিষ্যৎ নির্ধারিত হয় – দৈনিক আজাদী

প্রাক্তন জেলা গভর্নরদের পদাঙ্ক অনুসরণেই ভবিষ্যৎ নির্ধারিত হয় – দৈনিক আজাদী

প্রাক্তন জেলা গভর্নররা হলো মসৃণ ও মানবিক লায়নিজমের গতিপথ নির্ধারণের অন্যতম সারথী। তাঁদের দেখানো পথে বর্তমানের লায়ন্সদের কর্মযজ্ঞ পরিচালিত হয়। একটি আদর্শিক ও মানবিক সমাজ বিনির্মাণে লায়ন্সের যে অগ্রযাত্রা, তাতে প্রাক্তন জেলা গভর্নরদের রেখে যাওয়া সাফল্য আর পরামর্শ অনুসরণ ও অনুকরণ করলে সাফল্য অর্জিত হয় বলে দাবি করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ এর চলতি সেবা বর্ষের গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।

গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রাক্তন জেলা গভর্নর সম্মাননা অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন আমজাদ হোসেন চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া আয়োজনে বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দীকি। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন ডা: শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন মো. কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন এস এম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন নাছির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক, লায়ন সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ, অনুষ্ঠান উদযাপন কমিটির সেক্রেটারী লায়ন একেএম সালাহউদ্দিন, ট্রেজারার লায়ন এম এ মুছা বাবলু। প্রেস বিজ্ঞপ্তি।

Explore More Districts