প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন – DesheBideshe

প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন – DesheBideshe



প্রয়োজন হলে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন – DesheBideshe

মস্কো, ১৮ ফেব্রুয়ারি – প্রয়োজন হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আজ মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে রাশিয়ার এই অবস্থানের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

২০১৪ সালে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া দখল করে সেটিকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধ প্রথমবারের মতো অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ করার এক মাসের মধ্যে সৌদি আরবে ওয়াশিংটন-মস্কো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে এই বৈঠকে আমন্ত্রণ পাননি ইউক্রেনের কেউ।

সম্প্রতি সৌদি আরবের যাওয়ার কথা রয়েছে জেলেনস্কির। গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষ হওয়ার পরই সেখানে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে তিনি রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করবেন না বলে জানা গেছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে। সৌদি আরবে পূর্বনির্ধারিত সফর হিসেবে জেলেনস্কি ও তার স্ত্রী সেখানে যাবেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৫



Explore More Districts