প্রয়াত সোহরাব হোসেনের স্মরণে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল – দৈনিক আজকের জামালপুর

প্রয়াত সোহরাব হোসেনের স্মরণে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল – দৈনিক আজকের জামালপুর




প্রয়াত সোহরাব হোসেনের স্মরণে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল – দৈনিক আজকের জামালপুর



ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলানায়তনে পহেলা মার্চ সন্ধ্যায় আয়োজিত মাহফিলে প্রেক্লাবের সভাপতি মােরাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান। প্রেসক্লাবে সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, মোহনা টিভি জেলা প্রতিনিধি ওসমান হারুনী, ইত্তেফাক প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন, প্রেসক্লাবের কােষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হােসেন রানা, হেলাল উদ্দিন হেলাল, রুদ্র বাংলা প্রতিনিধি হোসেন শাহ ফকির, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল, সুমন খন্দকার, জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ এনামুর রকিব, মাইটিভি প্রতিনিধি মাইনুল ইসলাম, বাংলাতেশ নিউজের আরেফিন সুমন, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি ফিরোজ শাহ, মরহুমের বড় ভাই দেলোয়ার হোসেন, বড় ছেলে আসনাদ হোসেন সােহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমের স্মূতি চারণসহ প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আশরাফুল উলুম মাদরাসার মোহতামিম আব্দুল খালেক মোনাজাত পরিচালনা করেন।


Explore More Districts