
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রবাসে অবস্থারত রুমমেটের স্ত্রী (২৪)-এর সাথে সু-সম্পর্ক স্থাপন এবং ওই সম্পর্কের জের ধরে দেশে ফিরে রুমমেটের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে শুক্রবার সকালে ধর্ষণের স্বীকার ওই নারী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার আসামি হলো, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছবেদ পাঠানের সদস্য সৌদি ফেরত ছেলে সবুজ পাঠান (২৯)।
ওই নারীর অভিযোগ, প্রবাস থেকে ফিরে গত ২০ জুলাই রাত ১০টার দিকে সবুজ পাঠান তাদের বাড়ীতে আসে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই সময় তার শিশু ছেলের ঘুম ভেঙ্গে গেলে সে চিৎকার শুরু করে। এতে পাশের স্বজনরাসহ প্রতিবেশিরা এগিয়ে এলে সবুজ পাঠান সুকৌশলে পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে তিনি মনত্তাত্বিক ভাবে ভেঙ্গে পরেন। পরবর্তীতে স্বামীসহ পরিবারের সদস্যদের সাথে আলোচনাক্রমে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আতিয়ার রহমান জানিয়েছেন, ওই নারীর ডাক্তারী পরিক্ষা করানো হয়েছে। একই সাথে আসামি সবুজ পাঠানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(Visited 251 times, 251 visits today)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।