প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল – News Tangail

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল – News Tangail

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীরা দেশে এসে ঠিক মতো সঠিক চিকিৎসা সেবা পায় না, তাই তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, যার মালিক হবে প্রবাসীরাই। এ সব দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া আজকে টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে এই প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।

শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের নিয়ম সহজ করে দেওয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে অতিদ্রুত তারা জনবল নিবে বলেও জানিয়েছেন।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষার পর ৩ থেকে ৬ মাস শিক্ষার্থীরা অবসর সময় পাড় করে। সেই সময়কে কাজে লাগাতে ও শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে। যারা বিদেশে যান তারা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যান, তাহলে বেতন-ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাবেন।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts