- নারায়ণগঞ্জ, ফতুল্লা, বিশেষ প্রতিবেদন, শহরের বাইরে
- প্রবাসীকে আ’লীগের টেগ লাগিয়ে ও মিথ্যা অভিযোগ দিয়ে চাঁদাবাজি ধামাচাপা দেয়ার চেষ্টা
প্রবাসীকে আ’লীগের টেগ লাগিয়ে ও মিথ্যা অভিযোগ দিয়ে চাঁদাবাজি ধামাচাপা দেয়ার চেষ্টা
- আপডেট : October, 11, 2025, 6:26 pm
- 6 ভিউজ
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসী মো: আরিফকে আওয়ামী লীগের টেগ লাগিয়ে ও মিথ্যা অভিযোগ দিয়ে চাঁদাবাজি অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বিএনপি নেতা ওলিউল্লাহ খোকন দাবি করেছেন কাতার প্রবামী মো: আরিফ। প্রবাসী আরিফকে বৈশম্যবিরোধী মামলা দেয়ার হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ৩ লক্ষ টাকা চাঁদা আদায় করে। পরবর্তীতে আরও ২ লক্ষ টাকা দাবী করে খোকন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মিথ্যা দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয় খোকন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ওই প্রবাসী আরিফ চাঁদাবাজির একটি অভিযোগ দায়ের করেন। এরপর বিভিন্ন ছবি সম্বলিত ব্যনার দিয়ে প্রবাসী আরিফকে আওয়ামী লীগের দোষর বানিয়ে চাঁদাবাজির বিষয়টি কৌশলে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে খোকন। এদিকে ওই প্রবাসীর বিরুদ্ধে এলাকার জনৈক মাফুজ নামের এক লোককে দিয়ে মিথ্যা একটি অভিযোগ দায়ের করেছে খোকন গংরা।
শনিবার ১১ অক্টোবর খোকনের চাঁদাবাজির বিষয় নিয়ে স্থানীয় ও জাতীয় বেশ কিছু পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এবং সেই সংবাদ প্রকাশি হলে পুরো জেলা জুড়ে তোলপার সৃস্টি হয়।
এ বিষয়ে কাতার প্রবাসী মো: আরিফ জানায়, আমি একটি দলকে সমর্থন করেছি। কিন্তু দলের নাম ভাঙ্গিয়ে কোনো অপরাধ কিংবা অন্যায়ভাবে মানুষের সাথে প্রভাব বিস্তার করছি কি না সেটা দেখার বিষয়। অথচ কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি নেতা ওয়ালীউল্লাহ খোকন ৫ আগষ্টের পর অত্র এলাকায় আমি সহ বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে। আমার কাছ থেকে মিথ্যা মামলা ও এলাকা ছাড়ার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। সেখান থেকে ৩ লক্ষ টাকা তাকে দিতে বাধ্য হই। এবং বাকি দুই লক্ষ টাকা এবং অপর একটি জমি বিক্রি করলে তাকে আরও তিন লক্ষ দিতে হবে বলেও দাবি করে খোকন। তার দাবিকৃত টাকা না দেয়ায় এখন সে আমাকে আওয়ামী দোষর ও মাফুজ নামের এক লোক দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করেছে। একই সাথে আমি ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছি দুই দিন আগে কিন্তু তদন্তকারী কর্মকর্তা এস আই রায়হান বিষয়টি নিয়ে সামান্যতম মাথা ঘামায়নি এবং ঘটনাস্থলেও আসেনি। বরংচ খোকন অপর একটি লোক দিয়ে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে এস আই শামীমকে তদন্ত করার কথা বলে আমাকে উল্টো খুজছে। বিষয়টা খুবই দু:খজনক এবং হতাশাজনক। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার প্রত্যাশা করছি।

