স্বায়ীত্বশীল উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ভারতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি (টিআইইউ)-এর স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এই ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল: “Role of NGOs in Achieving Financial Inclusion for Persons with Disabilities in Bangladesh: A Pathway to Sustainable Development”। গবেষণাটি তত্ত্বাবধান করেন টিআইইউ-এর স্কুল অব ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. গগন পারিক।
ড. আরিফুর রহমান দীর্ঘদিন ধরে আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এনজিওদের ভূমিকা নিয়ে কাজ করে আসছেন। পিএইচডি ডিগ্রির মাধ্যমে তার গবেষণার ক্ষেত্র আরও সমৃদ্ধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্যক্তিগত জীবনে তিনি উন্নয়ন গবেষক ও কবি ড. শামসুন্নাহার চৌধুরী লোপার জীবনসঙ্গী। তাদের দুই সন্তান আফরা নাওয়ার রহমান, যিনি বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এ এনভায়রনমেন্টাল সায়েন্সে অধ্যয়নরত এবং আবরার খলিল রহমান, যিনি ইন্টারন্যাশনাল হোপ স্কুল চট্টগ্রামে নবম শ্রেণিতে অধ্যয়ন করছেন।
ড. রহমান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি একাডেমিক ও নন-একাডেমিক গবেষণা কার্যক্রম, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত আছেন। বর্তমানে তিনি সমাজ উন্নয়ন বিষয়ক গবেষণা জার্নাল “সোশ্যাল চেঞ্জ” এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমজে/সিটিজিনিউজ