প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করল চবি প্রশাসন – Chittagong News

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করল চবি প্রশাসন – Chittagong News

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সাথে সাক্ষাৎ করেছে চবি প্রশাসন। সাক্ষাৎকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন ও চট্টগ্রামের জলাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো, কামাল উদ্দিন ও চবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের লিখিত সুপারিশমালা প্রদান করা হয়। এছাড়া আগামী ১৪ মে চবির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট প্রদান ও সমাবর্তন বক্তা হিসেবে সশরীরে দাওয়াত দেওয়ার জন্য উপাচার্য, উপ–উপাচার্য (প্রশাসন), পরীক্ষা নিয়ন্ত্রকসহ আমরা এক সভায় মিলিত হই। সমাবর্তন অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য এ সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

চলতি বছরের ১৪ মে চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে অংশ নেবে সাড়ে ২২ হাজার শিক্ষার্থী। চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে গবেষণা করেছে চবির একদল গবেষক। সেই গবেষণার সুপারিশ প্রধান উপদেষ্টাকে প্রদান করা হয়।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts