প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ ইমামের পুরস্কার নিলেন রাউজানের মাওলানা মনজুরুল – দৈনিক আজাদী

প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ ইমামের পুরস্কার নিলেন রাউজানের মাওলানা মনজুরুল – দৈনিক আজাদী





জাতীয় ইমাম সম্মেলন ২০২৩’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের পুরস্কার গ্রহণ করেছেন রাউজানের মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম। গতকাল সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশচীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। মাওলানা মনজুরুল রাউজান কদলপুর গ্রামের সন্তান। তিনি শিক্ষকতা করেন কদলপুর হামিদিয়া কামিল এম. এ মাদরাসায়। চট্টগ্রাম ভেলুয়ার দিঘী শাহী জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্বে আছেন।




Explore More Districts