নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শার্শা উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ছাত্রসংগঠনটির নেতারা। শুক্রবার বিকালে নাভারণ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা জাবের রেজওয়ান রুমেল, ছাত্রলীগ নেতা ডিকুল হোসেন, ইদ্রিস বিপ্লব, শাকিরুল আলম, শামিন হোসেন হাসিবুল হাসান, সানি শোভন, ক্ইায়ুম প্রমুখ।