শুল্কের ‘সাময়িক কষ্টেও’ ট্রাম্পের ওপরই আস্থা
বহু বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছেন জেরেমি স্টিভেন্স। তিনি বলেন, ‘ট্রাম্প নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, খুবই আক্রমণাত্মকভাবে সেগুলো পূরণের পথে অগ্রসর হচ্ছেন।’
মেইনে জেরেমির গাড়ির গ্যারেজ ও ব্যবহৃত গাড়ি বিক্রির দোকান আছে। তাঁর দোকানে আসা ক্রেতাদের অনেকের মধ্যে তিনি ট্রাম্পের অর্থনীতি বিষয়ে নানা সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখেছেন।
৪৫ বছর বয়সী জেরেমি মনে করেন, শুল্ক নিয়ে তাঁদের যে উদ্বেগ, তা আসলে ভুল–বোঝাবুঝি থেকে।
জেরেমি মনে করেন, ট্রাম্প প্রশাসন যে শুল্ক আরোপ করেছে, তা দীর্ঘ মেয়াদে ভালো ফল দেবে।
ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে মূল্য চুকাতে হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদেরা, বিশ্বজুড়ে বাজারগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে। তবে জেরেমি এখনো বিশ্বাস করেন, সময়ই বলে দেবে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘এ যন্ত্রণা সাময়িক। এটা কেটে যাবে।’