প্রথম শ্রেণীর পৌরসভা সত্ত্বেও সখিপুরে ট্রেড লাইসেন্সে আধুনিকতার অভাব – News Tangail

প্রথম শ্রেণীর পৌরসভা সত্ত্বেও সখিপুরে ট্রেড লাইসেন্সে আধুনিকতার অভাব – News Tangail

গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত, ডিজিটালাইজেশনের দাবি নাগরিকদের

স্টাফ রিপোর্টার, সখিপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখিপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানকার ট্রেড লাইসেন্সের ফরম্যাট এখনও পুরনো ধাঁচের। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও এমন লাইসেন্সে প্রয়োজনীয় তথ্যের অভাব ব্যবসায়ী, ব্যাংক এবং সরকারি দপ্তরের কাজে নানা অসুবিধা তৈরি করছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রেড লাইসেন্সে লাইসেন্স ইস্যুর তারিখ, ব্যবসা শুরুর তারিখ এবং নতুন নাকি নবায়নকৃত লাইসেন্স— এ তিনটি গুরুত্বপূর্ণ তথ্য নেই। এর ফলে লাইসেন্সের বৈধতা যাচাই, ব্যবসার বয়স নির্ধারণ এবং প্রশাসনিক রেকর্ডে ধারাবাহিকতা বোঝা কঠিন হয়ে পড়ে।

আরও যেসব ত্রুটি রয়েছে:

  • প্রতি বছর লাইসেন্স নম্বর পরিবর্তন হয়ে যায়।
  • একক, যৌথ বা লিমিটেড কোম্পানি—সবক্ষেত্রেই “প্রোপাইটর” শব্দ ব্যবহার।
  • ব্যবসা প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্য (মোবাইল, ইমেইল) নেই।
  • লাইসেন্স হোল্ডারের NID/পাসপোর্ট/BRN নম্বর নেই।
  • ফি আদায়ের পর সরকারি চালান বা ভাউচার দেওয়া হয় না।

প্রভাব ও ভোগান্তি:
ব্যাংক অ্যাকাউন্ট খোলা, টেন্ডারে অংশগ্রহণ, কর ও ভ্যাট নির্ধারণ, ব্যবসায়িক প্রমাণ প্রদানসহ নানা ক্ষেত্রে এই ঘাটতিগুলো সমস্যার সৃষ্টি করছে। ব্যবসা শুরু করার বছর জানা না থাকায় লোন ও বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়। এছাড়া পুরনো ও নতুন ব্যবসার মধ্যে পার্থক্য করাও কঠিন হয়ে যায়।

ব্যবসায়ীদের দাবি:
ব্যবসায়ীরা দ্রুত আধুনিক, তথ্যসমৃদ্ধ ও ডিজিটাল ফরম্যাটে ট্রেড লাইসেন্স চালুর দাবি জানিয়েছেন। তাদের প্রস্তাব—লাইসেন্সে QR কোড, অনলাইন যাচাই ব্যবস্থা, যোগাযোগের তথ্য, পরিচয়পত্র নম্বর এবং মালিকানা প্রকারভেদ অনুযায়ী সঠিক শব্দ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি ইংরেজি ভার্সন প্রদান ও ফি আদায়ের পর সরকারি চালান প্রদানেরও দাবি তুলেছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি পৌরসভার মেয়র অপসারণ হওয়ায় বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাগরিকরা আশা করছেন, নতুন প্রশাসনের হাত ধরে ট্রেড লাইসেন্স সিস্টেমে পরিবর্তন আসবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts