প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না

প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না

তিনি আরও বলেন, ‘নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসুল, অমুক নারী রাতভর ইবাদত করেন, দিনভর রোজা রাখেন, বহু সৎকাজ করেন এবং প্রচুর সদকা করেন। কিন্তু প্রতিবেশীকে মুখের কথায় কষ্ট দেন। রাসুল (সা.) বললেন, তার মধ্যে কোনো কল্যাণ নেই। সে আগুনের অধিবাসী হবে। (আল-আদাবুল মুফরাদ, ইমাম বুখারি, হাদিস: ১১৯)

তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। (সহিহ বুখারি, হাদিস: ৬,০১৮)

প্রতিবেশীর যদি কষ্ট দেয়

প্রতিবেশীর অধিকার আদায়ের সম্পূর্ণতা হলো, তার দেওয়া কষ্ট সহ্য করা, তার সঙ্গে কোমল আচরণ করা এবং তার কল্যাণ কামনা করা।

এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে বললেন, ‘আমার এক প্রতিবেশী আছে, সে আমাকে কষ্ট দেয়, আমাকে গালমন্দ করে, আমাকে সংকীর্ণ অবস্থায় ফেলে।’ ইবনে মাসউদ (রা.) বললেন, ‘সে তোমার ব্যাপারে আল্লাহর অবাধ্যতা করছে বটে, কিন্তু তুমি তার ব্যাপারে আল্লাহর আদেশ অমান্য করো না।’ (ইহইয়াউ উলুম আদ-দীন, ২/২১২)

Explore More Districts